Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

বর্তমান কৃষিবান্ধব সরকারের নির্বাচনী ইশহেতার-2018 অনুযায়ী পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের নিশ্চয়তা কৃষি ব্যবস্থায় যান্ত্রিকীকরণের মাধ্যমে সুখী-সমৃদ্ধি ভবিষ্যৎ নির্মাণে রূপকল্প (Vision)-2021 সফলভাবে সম্পন্নকরণের মাধ্যমে মধ্যম আয়ের দেশ, 2030 সালের মধ্যে এসডিজি  ‍(SDG) বাস্তবায়ন, 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন এবং শতবর্ষী ব-দ্বীপ পরিকল্পনা এর আলোকে বিএডিসি সেচ উইং খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য বহুমুখী সেচ সেবা গ্রহণ করেছেঃ

খাল/ নালা/ পুকুর খনন/ পুনঃখনন/ সংস্কার কার্যক্রমের মাধ্যমে ভূপরিস্থ পানির যথাযথ ব্যবহার নিশ্চিতকরণপূর্বক সেচ সুবিধা সম্প্রসারণ এবং জলাবদ্ধতা দূর করে জলাবদ্ধ জমি আবাদী জমিতে রূপান্তরকরণ;

অনাবাদী জমি সেচের আওতায় আনয়নপূর্বক সেচ এলাকা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা;

পানি সাশ্রয়ী ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে সেচ খরচ হ্রাসকরণ;

বিদ্যুৎ চালিত সেচযন্ত্রসমূহের বিদ্যুতায়ন নিশ্চিতকরণের মাধ্যমে সেচ খরচ হ্রাসকরণ;

নবায়নযোগ্য শক্তি যেমন- সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োগ্যাস ইত্যাদি ব্যবহারের মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ;

*সেচ কাজে ভূপরিস্থ পানি সম্পদের প্রাপ্যতা বৃদ্ধির লক্ষ্যে লাগসই টেকসই প্রযুক্তির ব্যবহার, সম্প্রসারণ সুসংহত করার কার্যক্রম গ্রহণ (যেমন: রাবার/ হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ);

বারিড পাইপ পাকা সেচনালা, আধুনিক ড্রিপ স্প্রিংকলার সেচ ব্যবস্থা স্থাপণের মাধ্যমে সেচ এলাকা (Command Area) সম্প্রসারণ, সেচের পানির অপচয়রোধ, সেচ খরচ হ্রাস এবং সেচ দক্ষতা বৃদ্ধিকরণ;

ফসলের ফলন পার্থক্য (Yield Gap) কমানো;

সময়মত পরিমাণমত ফসলে সেচের ব্যবস্থা করা;

* “ অন ফার্ম ওয়াটার ম্যানেজমেন্ট” বিষয়ে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করে তোলা।

বৃষ্টির পানি সংগ্রহ সংরক্ষণ করে সেচ সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ;

ভূগর্ভস্থ লবণ পানির অনুপ্রবেশ মনিটরিং এর মাধ্যমে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ভূগর্ভস্থ পানির লবণাক্ততা পর্যবেক্ষণ এবং লবণাক্ততা নিরূপণের মাধ্যমে Salinity Intrusion Map তৈরিকরণ;

ক্ষুদ্রসেচ উন্নয়নের লক্ষ্যে সেচযন্ত্র, সেচ এলাকা, সেচের পানি ইত্যাদির নিয়মিত জরিপ, অনুসন্ধান, পানির গুণাগুণ পরীক্ষাকরণ, ভূগর্ভস্থ পানি মনিটরিং অটো ওয়াটার লেভেল রেকর্ডার ডাটা লগার স্থাপন এবং পর্যবেক্ষণ নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ স্থিতিশীল পানির স্তর পরিমাপ করে  Ground Water Map তৈরিকরণ;

* Smart Agricultural Practice, Space Technology (ST), Remote Sensing (RS), Geophysical Survey এর মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, আধুনিক প্রযুক্তি যেমন: Geographic Information System (GIS) Modelling এর মাধ্যমে বিশ্লেষণ, পরিবীক্ষণপূর্বক সুপারিশ প্রণয়ন, প্রচার এবং ডাটাবেজ উন্নয়ন সরকারকে তা অবহিতকরণ;

সর্বোপরি কৃষি ব্যবস্থা যান্ত্রিকীকরণ বাণিজ্যিকীকরণে সহায়তা প্রদান।

 

2030 সাল নাগাদ এসডিজি  ‍(SDG) বাস্তবায়নের লক্ষ্যে বিএডিসি ক্ষুদ্রসেচ উইং এর ভিশন:

বিএডিসি’মাধ্যমে 7.60 লক্ষ হেক্টর সেচ এলাকা টেকসইকররণ;

সেচ দক্ষতা 38% থেকে 50% উন্নীতকরণ;

সেচ কাজে ভূপরিস্থ পানির ব্যবহার 30% উন্নীতকরণ;

সেচ কাজে ভূগর্ভস্থ পানির ব্যবহার 70% হ্রাসকরণ।

পরিকল্পনা সমূহ অর্জনের লক্ষ্যে খুলনা, বাগেরহাট সাতক্ষীরা উপকূলীয় এলাকায় পানি ও মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের উৎপাদন ও নিবিড়তা বৃদ্ধিকরণ সমন্বিত প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে।বর্নিত প্রকল্পটি অনুমোদিত হলে বাগেরহাট জেলায় সেচ সম্প্রসারণের কাজ করা সম্ভব হবে।