ভিশন
মানসম্পন্ন কৃষি উপকরণ যোগান ও দক্ষ সেচ ব্যবস্থাপনা।
মিশন
উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা, সেচ প্রযুক্তি উন্নয়ন, ভূ-পরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে সেচ দক্ষতা ও সেচকৃত এলাকা বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে মানসম্পন্ন সার সারবরাহ করা।
২. সেবা প্রদান প্রতিশ্রুতি
২.১) নাগরিক সেবা
ক্র:নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রাদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১. |
সেচ স্কীম সেবা (ভূ-গর্ভস্থ সেচনালা,শক্তিচালিত পাম্প, সোলার পাম্প,বৈদ্যুতিক মটর স্থাপন, সরবরাহ ও কমিশনিং) |
ক) কৃষক গ্রুপ হতে আবেদন প্রাপ্তি। খ) আবেদন যাচাই বাছাই ও বরাদ্দ প্রদান গ) সরবরাহ ও কমিশনিং |
ক) আবেদনপত্র খ) স্কীম সংশ্লিষ্ট কাগজপত্র (কৃষক গ্রুপ কর্তৃক জমির পর্চা, রেজুলেশন,ভোটার আইডির ফটোকপি,৩০০/= ননজুডিশিয়াল ষ্ট্যাম্প, স্কীম ম্যাপ ইত্যাদি) গ) আবেদনের নির্ধারিত ফরম স্থানীয় সেচ ইউনিট অফিসে পাওয়া যাবে। |
ক্ষুদ্রসেচ নীতিমালা অনুযায়ী |
সেচ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে ১৫ (পনের) কার্য দিবস। বি.দ্রঃ প্রকল্প চলমান সাপেক্ষে। |
সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), বিএডিসি বাগেরহাট জোন, বাগেরহাট। টেলিফোন নং-০২৪৭-৭৭৫১৫১৮ E-mail: aemibadcbagerhat@ gmail.com |
২. |
ভাড়ায় সেচযন্ত্র ক্ষেত্রায়ন |
ক) কৃষক গ্রুপ হতে আবেদন প্রাপ্তি। খ) আবেদন যাচাই বাছাই ও বরাদ্দ প্রদান গ) সেচযন্ত্র সরবরাহ |
ক) আবেদনপত্র খ) স্কীম সংশ্লিষ্ট কাগজপত্র (কৃষক গ্রুপ কর্তৃক জমির পর্চা, রেজুলেশন,ভোটার আইডির ফটোকপি,৩০০/= ননজুডিশিয়াল ষ্ট্যাম্প, স্কীম ম্যাপ ইত্যাদি) গ) আবেদনের নির্ধারিত ফরম স্থানীয় সেচ ইউনিট অফিসে পাওয়া যাবে। |
ক্ষুদ্রসেচ নীতিমালা অনুযায়ী |
০৭-১৫ কার্য দিবস |
সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), বিএডিসি বাগেরহাট জোন, বাগেরহাট। টেলিফোন নং-০২৪৭-৭৭৫১৫১৮ E-mail: aemibadcbagerhat@ gmail.com |
৩ |
সেচযন্ত্রের লাইসেন্স প্রদান |
ক) কৃষক গ্রুপ হতে আবেদন প্রাপ্তি। খ) আবেদন যাচাই বাছাই ও বরাদ্দ প্রদান
|
ক) আবেদনপত্র খ) স্কীম সংশ্লিষ্ট কাগজপত্র (কৃষক গ্রুপ কর্তৃক জমির পর্চা, রেজুলেশন,স্কীম ম্যাপ ইত্যাদি) গ) আবেদনের নির্ধারিত ফরম স্থানীয় সেচ ইউনিট অফিসে পাওয়া যাবে। |
পার্টিসিপেশন ফি ২০০/= হতে ১০০০/= টাকা পে-অর্ডার/ডিডির মাধ্যমে (ডিসচার্জ অনুযায়ী পার্টিসিপেশন ফি কম বা বেশী হতে পারে।) |
সেচকমিটির অনুমোদন সাপেক্ষে |
সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), বিএডিসি বাগেরহাট জোন, বাগেরহাট। টেলিফোন নং-০২৪৭-৭৭৫১৫১৮ E-mail: aemibadcbagerhat@ gmail.com |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS